নারী সাংবাদিকতার মাধ্যমে সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় চার নারী সাংবাদিককে সম্মাননা দিয়েছে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরাম (বিডব্লিউজেএফ)। সম্মাননাপ্রাপ্তরা হলেন-সিনিয়র সাংবাদিক রাশেদা আমিন, মাহমুদা চৌধুরী, শামীমা চৌধুরী ও নিরুন ইয়াকুব। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট তুলে দেওয়া হয় তাদের হাতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কথাসাহিত্যিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাহিদা বেগম। বিশেষ অতিথি ছিলেন দি ইনক্যাপের সম্পাদক ও ইন্টারন্যাশনাল করপোরেট অ্যাসোসিয়েশন অব প্রফেশনালসের পরিচালক নাসরিন নাহার জেনেভা। সভাপতিত্ব করেন বিডব্লিউজেএফ সভাপতি রোজী ফেরদৌস।
লাবিন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি মমতাজ বিলকিস বানু। এছাড়া বক্তব্য দেন দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শারমিন রিনভি, সাধারণ সম্পাদক ফাহমিদা আহমেদ, সাংবাদিক দেওয়ান মাসুদা সুলতানা, শিরিন সুলতানা, লিপি খান, শারমিন আজাদ প্রমুখ।
সূত্র :যুগান্তর