৩২ দলের জায়গায় ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। সম্প্রতি বিশ্বকাপে দল বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চার দলের মোট ১২টি গ্রুপ। গ্রুপের সেরা দুইটি দল জায়গা করে নেবে রাউন্ড অব ৩২ এ। বাকি ৮ দল আসবে আট গ্রুপের তৃতীয় সেরা হয়ে।
তারপর থেকে নক আউট পর্ব। রাউন্ড অব থার্টি টু, রাউন্ড অব সিক্সটিন থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। এক রাউন্ড বৃদ্ধি পাওয়ায় আসরের ফাইনালিস্ট দুই দলকে খেলতে হবে আটটি করে ম্যাচ। আগে ৩২ দলের আসরে ফাইনালিস্টরা খেলত ৭টি করে ম্যাচ।
সর্বশেষ কাতার বিশ্বকাপে মোট ৬৪ ম্যাচ ম্যাচে হয়েছে। তবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে হবে ১০৪টি। রুয়ান্ডায় ফিফার গভর্নিং কাউন্সিলের ১৩৭তম সাধারণ সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র :দৈনিক ইওেফাক