গত ১ ফেব্রুয়ারি দুই যুগে পদার্পণ করেছে যুগান্তর। এ উপলক্ষ্যে বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে মুঘল কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগান্তর সম্পাদক সাইফুল আলম। যমুনা গ্রুপের চেয়ারম্যান, যুগান্তরের প্রকাশক ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নানা শ্রেণি-পেশার মানুষ।
সূত্র :যুগান্তর