বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকারের কাছে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং পবিত্র রমজান মাসে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।
সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত তেল, চিনি, ছোলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ আছে। দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।
মন্ত্রী বলেন, পবিত্র মাসে বেগুন, শসা, লেবু ও মুরগির দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে।
তিনি বলেন, রমজানের পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে গত ১৫ দিনে বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে।
এসব পণ্য পরিবহনের সময় চাঁদাবাজি রোধে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, রমজানে সড়ক-মহাসড়কে কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না।
তিনি আরো বলেন, পেঁয়াজের দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে এবং কৃষকদের ন্যায্যমূল্য দিতে আমদানি কিছুটা কমানো হয়েছে।
তিনি বলেন, রমজানে বাজার কড়া নজরদারি করা হবে।
তিনি আরো বলেন, ‘কেউ কেউ পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। যারাই সুবিধা নেয়ার চেষ্টা করবে তারা পরিণতির মুখোমুখি হবে।’
সূত্র : নয়া দিগন্ত