ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফ্রেডিতে দক্ষিণপূর্বাঞ্চলীয় আফ্রিকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মোজাম্বিক, মালাউই এবং মাদাগাস্কারের কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৫২২ জনে দাঁড়িয়েছে।
মালাউই-এর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে এ ঘূর্ণিঝড়। শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৪৩৮ জনে পৌঁছেছে। মালাউইর প্রেসিডেন্ট এ নিয়ে গত বৃহস্পতিবার থেকে ১৪ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে দেশটির হাজার হাজার মানুষ ঘরহীন হয়েছে। আনুমানিক তিন লাখ ৪৫ হাজার লোক ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মালাউই ছাড়াও প্রতিবেশী মোজাম্বিক ও মাদাগাস্কারেও এ ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। মোজাম্বিকের প্রেসিডেন্ট জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে এবং ঘরছাড়া হয়েছেন ৫০ হাজার লোক। অন্যদিকে মাদাগাস্কারে নিহত হয়েছেন অন্তত ১৭ জন।
আশঙ্কা করা হচ্ছে, মালাউই ও মোজাম্বিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মহাদেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী এই ঝড়কে দক্ষিণ গোলার্ধে রেকর্ড হওয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলা হচ্ছে।
সূত্র :আমাদের সময়