ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সংঘটিত যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে করপোরেশনের প্রত্যেক বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ থাকবে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটির এক বোর্ড সভায় মেয়র বলেন, ঢাকা একটি জনবহুল শহর। অপরিকল্পিত নগরায়ণের ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে আগুনের কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু এ খাতে অর্থ সংস্থান না থাকার কারণে মানবিক এ বিপর্যয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি না।
সভায় ফজলে নূর তাপস আরও বলেন, আমরা প্রত্যেক বছরই বাজেটে ঐচ্ছিক তহবিল রাখি, বিভিন্ন খাতে সুনির্দিষ্ট বরাদ্দ রাখি। সেভাবেই দুর্যোগ মোকাবিলার জন্যও আমরা ‘দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনায় মানবিক সহায়তা নীতিমালা, ১৪২৯’ এ সভায় উপস্থাপন করব, যাতে যেকোনো দুর্যোগেই আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পারি।
পরে কাউন্সিলরদের সর্বসম্মতিতে সভায় ‘দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনায় মানবিক সহায়তা নীতিমালা, ১৪২৯’ অনুমোদন পায়।
এর আগে সভায় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সিরাজুল ইসলামকে সভাপতি করে ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটিতে ৫৭ নম্বর ওয়ার্ডের মো. সাইফুল ইসলাম, ৩৭ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের মো. মোজাম্মেল হক, ৩২ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল মান্নান, ২৩ নম্বর ওয়ার্ডের মো. মকবুল হোসেন, সংরক্ষিত আসন ১৯ এর শেফালী আক্তার, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর (১৯) ফারহানা ইয়াছমিন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর (১০) শামসুন নাহার ভূঁইয়াকে কমিটির সদস্য করা হয়।
সভায় কাউন্সিলরদের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক ফজলে শামসুল কবির, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : প্রথম আলো