সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবার আমরা একটি ভোগান্তিহীন ঈদ উদ্যাপন করতে পেরেছি। এবার ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক। ঘরমুখী যাত্রীদের জন্য এর চেয়ে ভোগান্তিহীন যাত্রা অনেক বছর ধরে হয়নি।’ পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ সোমবার সচিবালয়ে ঈদের শুভেচ্ছাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
‘পরীক্ষামূলকভাবে’ পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে দেওয়ার প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, তরুণেরা ও মোটরসাইকেলচালকেরা যে শৃঙ্খলার সঙ্গে চালিয়েছেন, তা অসাধারণ! গাজীপুর রুটে বিআরটি প্রজেক্ট নিয়ে শঙ্কা ছিল। কিন্তু সেখানেও মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছেন।
ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, ঘরমুখী যাত্রা যেমন স্বস্তিদায়ক ছিল, তেমনি ফিরে আসাটাও যেন স্বস্তিদায়ক হয়। ঈদের আগে সড়ক দুর্ঘটনা কম হলেও পরের যাত্রায় দুর্ঘটনা অনেক বেড়ে যায়। এ সময় একটু কঠোরভাবে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির চিত্র তুলে ধরেন।
সূত্র : প্রথম আলো