নোয়াখালীর মাইজদীতে প্রিমিয়ার ব্যাংকের নতুন একটি শাখা উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শাহেদ সেকান্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ, অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিক উল্ল্যা, নোয়াখালী বনিক সমিতির সভাপতি এ কে এম সাইফউদ্দিন সোহান।
এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্র : আজকের পত্রিকা