মেট্রোরেলের চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে আগারগাঁও থেকে উত্তরাগামী ট্রেনে এ ঘটনা ঘটে। আর ঘটনাস্থলটি হচ্ছে আগারগাঁও থেকে উত্তরা যেতে কাজীপাড়া স্টেশনে ঢোকার মুখে।
পুলিশ বলছে, গতকালই মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ট্রেনে ঢিল ছুড়ে কাচ ভাঙা হয়েছে উল্লেখ করে কাফরুল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজ সোমবার প্রথম আলোকে বলেন, যখন ঢিল ছোড়া হয়, তখন ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। শেওড়াপাড়া ও কাজীপাড়ার মাঝামাঝি কোনো স্থানে বহুতল ভবন থেকে ঢিল ছুড়ে ট্রেনের কাচ ভাঙা হয়েছে। তবে কোন ভবন থেকে ঢিল ছোড়া হয়েছে, সেটির তদন্ত চলছে। ডিএমটিসিএলের লিখিত অভিযোগের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এটি এখন মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত চলবে।
আজ বেলা সোয়া তিনটার দিকে ওসি হাফিজুর রহমান জানান, তখন পর্যন্ত এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে, সেটি খুঁজে বের করা সম্ভব হয়নি।
সূত্র : প্রথম আলো