জয় তো জয়ই। কিন্তু ম্যাচের সিংহভাগ সময় ১০ জন নিয়ে খেলা ওসাসুনাকে হারাতে যেমন ঘাম ঝরলো বার্সেলোনার, তাতে শিরোপার দিকে ছোটা দলকে নিয়ে দুশ্চিন্তা হতেই পারে সমর্থকদের!
মঙ্গলবার রাতে ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলতে পারেনি বার্সা। ম্যাচের শেষদিকে জর্ডি আলবার গোলে মানরক্ষা হয়েছে জাভি হার্নান্দেজের দলের। জিতেছে ১-০ ব্যবধানে।
এতে ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপার আরও কাছে চলে এসেছে বার্সা। তাদের নিকট প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। মঙ্গলবার রাতে তারা রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছে ২-০ গোলে।
ন্যু ক্যাম্পে অবশ্য ওসাসুনার বিপক্ষে ভুরি ভুরি সুযোগ তৈরি করেছিল বার্সেলোনা। কিন্তু সেগুলো ছিল না গোছানো। তাদের নেওয়া ২১টি শটের মাত্র ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৭ শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে ওসাসুনা।
ম্যাচের ২৬ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ওসাসুনা। পেদ্রিকে আটকাতে গিয়ে লাল কার্ড দেখেন অভিষিক্ত হোর্হে হেরান্ডো। তবে বাকি সময় একজন কম নিয়ে খেলেও বার্সাকে আটকে রেখেছিল অতিথিরা। কিন্তু শেষ রক্ষা হয়নি।
৮৫ মিনিটের মাথায় ফ্রেংকি ডি ইয়ংয়ের হেড থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন জর্ডি আলবা। শেষ পর্যন্ত ওই এক গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে।
সূত্র : জাগোনিউজ২৪.কম