হজের সার্বিক খরচ ছাড়াও প্রত্যেক হজযাত্রী এক হাজার ২০০ ডলার বা এর সমপরিমাণ মূল্যমানের অন্য বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন। ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত খরচ বাদে এই পরিমাণ অর্থ সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা। এর অতিরিক্ত কোনো অর্থ তারা সঙ্গে নিতে পারবেন না।
মঙ্গলবার (২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব ডিলার ব্যাংক (এডি) শাখা বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, হজের সার্বিক খরচ ছাড়া প্রত্যেক হজযাত্রী এক হাজার ২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। তবে হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড় করার ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রচলিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ও গমনেচ্ছু হজযাত্রীর সৌদি পর্বের যাবতীয় ব্যয় বাবদ সর্বনিম্ন ৪ লাখ ৪৩ হাজার ৫২৯ টাকার সমপরিমাণ ১৫ হাজার ৬২২ দশমিক ৭২ সৌদি রিয়াল সৌদি আরবে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। যথাযথ আর্থিক বিধি-বিধান অনুসরণ করে হজযাত্রীদের নামের তালিকা দাখিল সাপেক্ষে নিজ নিজ এজেন্সির আইবিএএনের মাধ্যমে এ অর্থ পাঠাতে হবে।
সূত্র : জাগোনিউজ২৪.কম