বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) কর্মরত বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহবুব আলম পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
মোহাম্মদ মাহবুব আলম ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের যোগদান করেন। কর্মজীবনে তিনি ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এবং পরবর্তীকালে ২০১০ সাল থেকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাছাড়া এরই পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসেও কর্মরত ছিলেন।
মোহাম্মদ মাহবুব আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় ডিগ্রিতে সাফল্যের সাথে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনকালে নানা বিষয়ে বিশেষ কোর্স ছাড়াও আইএমএফ, এডিবি, আইটিইউ ও এপিজি কর্তৃক সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেন।
দাপ্তরিক প্রয়োজনে বিভিন্ন সময়ে তিনি ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, জার্মানি এবং সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করেছেন।
সূত্র : জাগোনিউজ২৪.কম