• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারতকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে: খেলাফত মজলিস বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সীমান্তে যে কোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি ভারতকেই শান্তিরক্ষা বাহিনীর সহায়তা নেওয়ার কথা বললেন উপদেষ্টা আসিফ চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, জামিন শুনানি পেছালো দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা : টিআইবি সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করবো বাতিল হলো বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন মেডিকেলে ভর্তিতে ‘অটোমেশন’ বাতিলের দাবিতে মানববন্ধন খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ

পুরান ঢাকার উন্নয়নে পুরোনো মানুষ প্রয়োজন: সাঈদ খোকন

24live@21
আপডেটঃ : রবিবার, ২১ মে, ২০২৩

পুরান ঢাকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কমিটিতে পুরোনো মানুষ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকা নারিন্দার দারুল উলূম আহসানিয়া কামিল এম এ মাদরাসার মশুরিখোলা দরবার শরীফ প্রাঙ্গণে এক চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, এ শহরের অগ্রগতি ও উন্নয়নের জন্য পুরোনো মানুষের সঙ্গে নতুন মানুষও থাকবে। প্রধানমন্ত্রীও দলের যেকোনো কমিটি করার ক্ষেত্রে পুরোনো মানুষকে রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। পুরোনোদের বাদ দিয়ে সংগঠন করলে সেটা দুর্বল হবে। এতে সংগঠনের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হবে। এর মাধ্যমে দল দুর্বল হবে এবং দল দুর্বল হলে আমাদের নেত্রীর হাতও দুর্বল হবে। এভাবে বাংলাদেশ দুর্বল হয়ে যাবে।

সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য পুরান ঢাকার মানুষ সবসময় তার সঙ্গে ছিল। পুরানো ঢাকার মানুষ আগামীতেও প্রধানমন্ত্রীর সঙ্গে আছে, থাকবে। এর জন্য সংগঠনের পুরোনো লোকদের সম্পৃক্ত রাখার বিষয়ে সাঈদ খোকন গুরুত্বারোপ করেন। প্রবীণ ও নবীনের সমন্বয়ে দল আরও শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে নৌকার বিজয় আসবে, ইনশাআল্লাহ।

নৌকার বিজয় হলে দেশের উন্নয়ন হবে, মানুষের ভাগ্যোন্নয়ন হবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। প্রধানমন্ত্রীকে বিজয়ী করতে না পারলে উন্নয়ন অগ্রগতি থেমে যাবে। দেশে অশান্তি শুরু হবে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হবে।

এসময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের পরিবারের খোঁজখবর নেন। সুখে দুঃখে সবসময় নাগরিকদের পাশে থাকার আশ্বাস দেন। এ ছাড়া তার প্রয়াত বাবা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের জন্য সবার কাছে দোয়া চান।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এর আগে পুরান ঢাকার কোতোয়ালি, বংশাল, লালবাগ, সূত্রাপুর, ওয়ারী, হাজারীবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ী, ডেমরা, পোস্তাগোলা এলাকায় এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়েছে। এ কার্যক্রমের আওতায় এক মাস চার দিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় চিকিৎসা দেবে ফাউন্ডেশনের মেডিকেল টিম। এখন পর্যন্ত ৭১ টি ক্যাম্পে প্রায় ৪০ হাজার মানুষ চিকিৎসা সেবা দিয়েছে। যার মধ্যে নেত্রনালী সমস্যা ও চোখে ছানি পড়া এমন ১২ রোগীকে অপারেশন করানো হয়েছে।

সূত্র : জাগোনিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ