চট্টগ্রামের ভুজপুরে শ্যালিকাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহপরানকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৬ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহপরান চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব-হাসনাবাদ গ্রামের নূর মোহাম্মদের ছেলে। শনিবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৭।
র্যাব জানিয়েছে, গ্রেফতার শাহপরান ২০১০ সালের জানুয়ারিতে দেলোয়ারা বেগম নামের এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সংসারের অভাব-অনটনসহ নানা বিষয়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। এরপর দেলোয়ারা বেগম স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে শাহপরান দেলোয়ারা বেগমকে মেরে ফেলার হুমকি দেন।
২০১০ সালের ১ এপ্রিল রাতে দেলোয়ারা বেগম তার ১০ বছর বয়সী ছোট বোন ফারহানা ইয়াছমিন ওরফে রিকা মনিকে খাওয়া-দাওয়া করিয়ে ঘুম পাড়ান। ওই রাতে শাহপরান তার ভগ্নিপতি নাসির ওরফে নাসিমকে নিয়ে দেলোয়ারা বেগমকে হত্যা করতে শ্বশুরবাড়িতে যান। ভোর ৪টার দিকে ঘরে প্রবেশ করে শাহপরান ঘুমন্ত দেলোয়ারা বেগমের বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন। এ সময় দেলোয়ারা বেগমের চিৎকারে তার মা ও ছোট বোন রিকা মনি ঘুম থেকে জেগে হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে রিকার পেটে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই রিকা মনি মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হতে ভুজপুর থানায় দুজনকে আসামি করে হত্যা মামলা করেন। আসামি শাহপরানকে গ্রেফতার করে পুলিশ। তবে বিচার চলাকালীন জামিনে মুক্ত হয়ে পলাতক হন শাহপরান। ২০১৯ সালের ৯ এপ্রিল শাহপরানকে মৃত্যুদণ্ড দেন আদালত।
র্যাব জানিয়েছে, গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত করে আসামির অবস্থান চিহ্নিত করে র্যাব। পরে শুক্রবার অভিযান চালিয়ে রাউজানের নোয়াপাড়া এলাকা থেকে শাহপরানকে গ্রেফতার করা হয়। তাকে রাউজান থানায় সোপর্দ করা হয়েছে।
সূত্র : জাগোনিউজ২৪.কম