জেলার নাঙ্গলকোট উপজেলা পরিষদ চত্বরে আজ বেলা ১২টায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু সার ও বীজ বিতরণ করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বাসসকে বলেন, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১ হাজার ৫০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ড্যাব ও ১০ কেজি পটাস সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক, পৌরসভা প্যানেল মেয়র ও কাউন্সিলর মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ হাসান, ছাদেক হোসেন প্রমুখ।
সূত্র :বাসস