জেলার মুকসুদপুর উপজেলায় আজ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ খরিপ-২ মৌসুমের রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একহাজার আটশ’জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মুকসুদপুর পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নের কৃষকদের মধ্যে বিনামূল্যে জনপ্রতি পাঁচকেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয় ।
এ অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা নির্বাহ কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলু, উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চৈতন্য পাল, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস