জেলা সদরে আজ প্রণোদনা কর্মসূচির আওতায় একহাজার পাঁচশ’জন কৃষকের মধ্যে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফ হোসেন প্রমুখ-সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপকারভোগিরা এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম জানান, সরকার উপকূলীয় ২১টি জেলায় ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে দেশী জাতের নারিকেল চারা বিতরণ করা উদ্যোগ নিয়েছে। এর আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নে একহাজার পাঁচশ’জন কৃষকের মধ্যে বিনামূল্যে জনপ্রতি পাঁচটি করে দেশীয় জাতের নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
সূত্র :বাসস