জেলার সদর উপজেলায় আজ একটি বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার চকবরকত ইউনিয়নের চকউজাল গ্রামের মাঠ থেকে স্থানীয়রা এ পাখিটি উদ্ধার করেন।
চকবরকত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী জানান, শনিবার সকালে চকউজাল গ্রামের মাঠ থেকে মদনটাক পাখিটি উদ্ধার করা হয়।পাখিটির পা ও ঠোঁট অনেক লম্বা। পিঠের ওপর ধূসর কালো রং ও সাদা বর্ণের শরীর, মাথায় পালক নেই।পাখিটি উড়তে পারছিল না।
তিনি জানান, খবর পেয়ে পাখিটি উদ্ধার করা হয় । পরে উদ্ধারকৃত মদনটাক পাখিটি হস্তান্তরের জন্য রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করা হয়।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, খবর পেয়ে টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পাখিটি উদ্ধার করেন। চিকিৎসার পর নিরাপদ আবাসস্থল বিলে বা জলাশয়ে পাখিটি অবমুক্ত করা হবে।
সূত্র : বাসস