ঈদের দিন থেকে আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ১৮ হাজার ৮৫২ দশমিক ৬৫ মেট্রিক টন কোরবানির পশু বর্জ্য অপসারণ করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বাসসকে এ তথ্য জানান।
তিনি জানান, ৪ হাজার ৩১০টি ট্রিপে এ বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।
এর আগে দুপুরে নগর ভবনের শীতলক্ষ্যা হলে এক সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণে সামগ্রিক কার্যক্রম’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ঈদের দিন বৃহস্পতিবার দুপুর ২টায় বর্জ্য অপসারণের কাজ শুরু করে রাত ১টা ২৫ মিনিট পর্যন্ত সবগুলো ওয়ার্ডে বর্জ্য অপসারণের কথা জানায় ডিএসসিসি।
সূত্র : বাসস