নড়াইলে আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। সে পৌরসভার বাগবাড়ি গ্রামের মৃত ফজলুর রহমান ফুল মিয়ার ছেলে।
নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, বাগবাড়ি এলাকায় বাড়ির পাশে মাছের ঘেরে বিদ্যুতের কাজ করছিলেন আব্দুর রহিম। অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র :বাসস