দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৮ জন। এদের মধ্যে ঢাকায় ৪২৯ জন এবং ঢাকার বাইরে ২৪৯ জন ভর্তি হয়েছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৬৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ১ হাজার ১০০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৫৬৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৯ হাজার ৮৭১ জন। এদের মধ্যে ঢাকায় ৭ হাজার ৮৪ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৭৮৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬১ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ১৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সূত্র :বাসস