মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার সংক্ষিপ্ত সফরে ব্রিটেনে রয়েছেন।
এ সময়ে তিনি রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে সাক্ষাত করবেন।
এরপর তিনি ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়া যাবেন।
ব্রিটেন সফরের আগে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, বাইডেন ব্রিটেনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরালো করার চেষ্টা করবেন।
রাজা চার্লস ওয়েস্ট লন্ডনের উইন্ডসর ক্যাসলে বাইডেনের সাথে সাক্ষাত করবেন। এ সময়ে উভয়ে জলবায়ু ইস্যু নিয়ে কথা বলবেন।
মে মাসে রাজ্যাভিষেকের পর চার্লসের সাথে বাইডেনের এটি হবে প্রথম সাক্ষাত।
এদিকে দিনের প্রথম ভাগেই বাইডেন সুনাকের সাথে বৈঠক করবেন। গত কয়েকমাসের মধ্যে এটি হবে তাদের পঞ্চম বৈঠক।
এদিকে লিথুয়ানিয়ায় মঙ্গল ও বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেন আশা করছে এ সম্মেলন থেকে তারা মার্কিন নেতৃত্বাধীন এই জোটে যোগ দেয়ার একটি স্পষ্ট আভাস পাবে।
লিথুয়ানিয়া থেকে বাইডেন ফিনল্যান্ড যাবেন। এটি ন্যাটোতে যোগ দেয়া সর্বশেষ সদস্য রাষ্ট্র।
সূত্র : বাসস