ভারতের বিনোদন–দুনিয়ায় এই মুহূর্তে শাহরুখ খানের ‘জওয়ান’ নিয়েই বেশি চর্চা হচ্ছে। এই ছবির ট্রেলার সামনে আসার পর থেকে শাহরুখ–ভক্তদের মধ্যে উন্মাদনা বেড়ে গেছে। এমনকি বলিউড তারকারাও এই উন্মাদনায় শামিল হয়েছেন। বলিউড সুপারস্টার সালমান খান ‘জওয়ান’ ছবির ভরপুর প্রশংসা করেছেন। তিনি নিজে ছবিটি দেখবেন বলেও জানিয়েছেন।
এদিকে কিং খান ‘জওয়ান’-এর মতো প্রকল্পে কাজ করে দারুণ উৎফুল্ল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে এই ছবির পরিচালক থেকে শুরু করে সহ–অভিনেতাসহ গোটা দলকে ধন্যবাদ জানিয়েছেন।
অ্যাটলি কুমার পরিচালিত অ্যাকশনধর্মী ছবি ‘জওয়ান’-এর ট্রেলার নেট–দুনিয়ায় সাড়া ফেলেছে। ছবির একটি লুকে শাহরুখের মাথায় ব্যান্ডেজ বাঁধা দেখা গেছে, যা আগেই প্রকাশ করা হয়েছিল।
মেট্রোর মধ্যে আরেকটি দৃশ্যে তাঁকে দেখা গেছে মাথা কামানো লুকে। ছবির ঝলকের সংলাপও সাড়া ফেলেছে। এই ছবির ট্রেলার ইউটিউবে ৫৬ মিলিয়ন ভিউ পার করে ফেলেছে। ভক্তরা শাহরুখের নতুন নতুন লুক দেখে খুশি। ভক্তদের ভালোবাসায় আপ্লুত এই বলিউড সুপারস্টার। তিনি টুইট করে সবার আগে পরিচালক অ্যাটলি কুমারকে ‘দ্য ম্যান’ বলে ধন্যবাদ জানিয়েছেন। শাহরুখ টুইটে লিখেছেন, ‘স্যার, আপনি সেই মানুষটি, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ভালোবাসা।’
‘জওয়ান’ ছবিতে শাহরুখ ছাড়া দক্ষিণি সুপারস্টার বিজয় সেতুপতিকে দেখা যাবে। কিং খান টুইট করে তাঁর এই ছবির সহ–অভিনেতা বিজয় সেতুপতির উদ্দেশে লিখেছেন, ‘স্যার, আপনার সঙ্গে কাজ করা অনেক বড় সম্মানের ব্যাপার।সেটে আমাকে একটু–আধটু তামিল শেখানো আর সুস্বাদু খাবার খাওয়ানোর জন্য ধন্যবাদ। লাভ ইউ নানবা।’
নেট–জনতারা শাহরুখের এই টুইটের প্রশংসায় পঞ্চমুখ। অনেকের মতে কিং খানের এই টুইটে তাঁর উদার মনের পরিচয় পাওয়া যাচ্ছে।
এমনকি এই বলিউড তারকা ‘জওয়ান’ ছবির কোরিওগ্রাফার শোবি মাস্টারকেও ধন্যবাদ জানাতে ভোলেননি।
শাহরুখ খানের ‘জওয়ান’ আগামী ৭ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। অ্যাটলির এই ছবিতে কিং খান ছাড়া বিজয় সেতুপতি আর নয়নতারাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। দীপিকা পাড়ুকোন এই ছবিতে ক্যামিও হিসেবে দেখা দেবেন। ‘জওয়ান’ ছবির অন্যান্য মূল চরিত্রে আছেন প্রিয়ামণি, সানিয়া মালহোত্রাসহ আরও অনেকে।
সূত্র :প্রথম আলো