খাওয়ার পরপরই অস্বস্তিতে ভোগেন অনেকেই। যদিও ভরপেট বা অতিরিক্ত খেয়ে ফেললে অস্বস্তি হওয়া স্বঅভাবিক। তবে প্রায়ই যদি আপনি সামান্য কিছু খাওয়ার পরপরই অস্বস্তিতে ভোগেন তাহলে সতর্ক হতে হবে।
কারণ এটি লিভার ক্যানসারের লক্ষণ হতে পারে। খাওয়ার পর অস্বস্তি কিংবা বদহজম কিন্তু লিভার ক্যানসারের অন্যতম এক লক্ষণ। লিভারের কোষে ক্যানসার ছড়িয়ে পড়তেই বিভিন্ন গুরুতর লক্ষণ প্রকাশ পায়।
তবে প্রথমদিকে তেমনই কোনো উপসর্গ দেখা দেয় না, আর এ কারণেই এই ক্যানসার শনাক্তে দেরি হয়ে যায় অন্যান্য ক্যানসারের মতোই। তাই ছোটখাট বিভিন্ন উপসর্গ এড়িয়ে গেলে মারাত্মক বিপদ হতে পারে।
লিভার ক্যানসারের লক্ষণ কী কী?
লিভার ক্যানসারের দুটি সাধারণ লক্ষণ, যা বদহজম ভেবে সবাই এড়িয়ে যান। আর তা হলো- অল্প কিছু খাওয়ার পর পেট ভরা লাগা ও বমি বমি ভাব বা বমি হওয়া।
যদিও এই দুটি লক্ষণই ক্যানসারের ইঙ্গিত দেয় না। তবুও আপনি যদি প্রায়ই এই সমস্যা অনুভব করেন তাহলে একবার হলেও চিকিৎসকের পরামর্শ নিন। লিভার ক্যানসারের আরও কিছু লক্ষণ হলো
লিভার ক্যানসার শরীরে কীভাবে প্রভাব ফেলে?
যদি লিভার ক্যানসার আপনার শরীরে বিকশিত হয়, তবে এটি রক্তে ক্যালসিয়ামের উচ্চ মাত্রা (হাইপারক্যালসেমিয়া) হতে পারে। এটি বমি বমি ভাব, বিভ্রান্তি, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা বা পেশীর সমস্যার কারণ হতে পারে।
লিভার ক্যানসারের ফলে রক্তে শর্করার মাত্রা কম হতে পারে (হাইপোগ্লাইসেমিয়া), যা ক্লান্তি বা অজ্ঞান হয়ে যাওয়ার কারণ হতে পারে।
লিভার ক্যানসারের কারণে স্তন বৃদ্ধি (গাইনোকোমাস্টিয়া) অথবা পুরুষদের অণ্ডকোষ সঙ্কুচিত হতে পারে। লাল রক্ত কোষের উচ্চ সংখ্যা (এরিথ্রোসাইটোসিস) বেড়ে যায়। লিভারের ক্যানসারও উচ্চ কোলেস্টেরলের কারণ হতে পারে।
সূত্র :জাগোনিউজ২৪.কম