যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কূটনীতিকরা বৃহস্পতিবার জাকার্তায় সাক্ষাত করতে যাচ্ছেন। বিগত কয়েক মাসের মধ্যে এটি তাদের দ্বিতীয় সাক্ষাত। কথিত চীনা হ্যাকিং প্রশ্নে নতুন করে দেখা দেওয়া উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাতেই তারা সাক্ষাত করতে যাচ্ছেন। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সরকারি কর্মসূচিতে দেখা যায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন এবং চীনের পররাষ্ট্র নীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা ওয়াং ই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের আলোচনার ফাঁকে সাক্ষাত করবেন।
চীনা হ্যাকাররা মার্কিন পররাষ্ট্র দপ্তরসহ যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে মাইক্রোসফ্ট দ’ুদিন আগে এমন কথা বলা সত্ত্বেও তাদের এ বৈঠকে বসার কাজ এগিয়ে চলছে।
সূত্র :বাসস