গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পিকআপভ্যান চাপায় রোজিনা আক্তার বিপাশা (২৬) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক নারী।
আজ শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা নেত্রকোনার কেন্দুয়া থানার গ-া এলাকার রুহুল আমিনের স্ত্রী। আহতের নাম আশা আক্তার (২২)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাইমাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান রোজিনা। এ সময় গেটের বাইরে রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তিনিসহ অনেকেই। এক পর্যায়ে একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হন আশা। পরে স্থানীয়রা আহত আশাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র :বাসস