সোমবার জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের শেষের দিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন আলমকে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন আলমকে মারধরের ঘটনায় সরেজমিনে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা প্রদান করেছে প্রধান নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে টেলিফোনে এ নির্দেশনা প্রদান করেন বলে জানানো হয়েছে।
সূত্র :বাসস