আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির এক দফা সেই ২০১৩ সাল থেকে চলছে। এ নিয়ে সরকারের মাথা ব্যাথা নেই। তাদের এক দফা এবারও ব্যর্থতায় পরিণত হবে।
আজ মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, গণমাধ্যমের জন্য বিএনপি এখন মায়া কান্না করছে। বিএনপি ক্ষমতায় থাকতে ১৩ জন প্রখ্যাত সাংবাদিক বিএনপির সন্ত্রাসীদের হাতে হত্যা হয়েছিল। আর বর্তমান সরকারের আমলে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। এই সরকারের আমলে অনেক টেলিভিশনের ও পত্রিকার অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন, প্রত্যেক দিন বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে নানান ধরনের মিথ্যাচার করে যাচ্ছেন, যেটা মিডিয়ায় প্রচারও হচ্ছে, দেশবাসীও দেখছে। গণমাধ্যমের যদি স্বাধীনতায় না থাকত তাহলে কি বিএনপির এসব মিথ্যাচর প্রচার হতো।
পরে হানিফ সদর উপজেলা অডিটোরিয়ামে নাগরিক পরিষদ আয়োজিত সমাজ সংস্কারে মসজিদের ঈমামদের ভুমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
নাগরিক পরিষদের সভাপতি সাইফুদৌলা তরুন সভায় সভাপতিত্ব করবেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, বিভিন্ন মসজিদের ঈমাম, মোয়াজ্জিমসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
সূত্র :বাসস