সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। এতে দুই সিরীয় সৈন্য আহত হয়েছে। বুধবার প্রথম প্রহরে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সানা জানায়, শত্রু দেশ ইসরাইল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির উত্তর দিক থেকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পরপরই এ বিমান হামলা চালায়। বিমান থেকে ছোড়া এসব হামলার লক্ষ্য ছিল দামেস্কের কাছের সুনির্দিষ্ট বিভিন্ন অবস্থান।
বার্তা সংস্থা জানায়, সেখানে ইসরাইলের এমন আগ্রাসনে সিরিয়ার দুই সৈন্য আহত এবং বস্তুগত ক্ষতি হয়েছে।
তারা আরো জানায়, এ সময় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরাইলের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, এসব হামলা দিমাস শহরের বিমান বন্দরের এবং রাজধানীর পশ্চিমে বৈরুত-দামাস্কাস মহাসড়কের কাছের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়।
যুদ্ধ-বিধ্বস্ত এ দেশে বিস্তৃত সূত্রের নেটওয়ার্ক রয়েছে এমন এনজিও জানিয়েছে, ইরানপন্থী হিজবুল্লাহ জঙ্গি গ্রুপের বিভিন্ন অস্ত্রগুদামও ইসরাইলের এসব হামলার লক্ষ্য ছিল।
পর্যবেক্ষণ সংস্থা জানায়, চলতি বছর সিরিয়ায় ইসরাইলের এটি ২০তম অভিযান ছিল।
সুত্র :বাসস