চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে কোনো রোগীর মৃত্যু হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১১৮ রোগী।সরকারি হাসপাতালের ৬৪ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১১, ফৌজদারহাট বিআইটিআইডি’তে ১৬ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৪ জন।
ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮৩ জনে। এদের ৯৮৭ জন সরকারি হাসপাতালে এবং ৬৯৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৪০ জন।
সূত্র :বাসস