নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কাইক্কারটেকের হাজী সাহেব মোড়ে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিমন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন৷
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী ও অটোরিকশার চালক৷ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে৷
বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবু বক্কর সিদ্দিক আজ বিকেলে বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, রিমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷ বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন৷
নিহত রিমন বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার প্রয়াত কাইয়ুম মিয়ার ছেলে৷
আহতরা হচ্ছেন- নিহতের দুই বন্ধু আরজিদ (২৫) ও সাঈদ (২৭)। এছাড়াও অটোরিকশা চালক তোফাজ্জল (৫৫) আহত হন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে সোনারগাঁয়ের মোগরাপাড়ায় যাচ্ছিলো৷ কাইক্কারটেকের হাজী সাহেবের মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন৷ এর মধ্যে গুরুতর আহত রিমন মারা যান।
এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বন্দর থানার ওসি জানান৷
সুত্র :বাসস