মার্কিন কর্তৃপক্ষ ২৫ জুলাই কিয়েভের জন্য ৪০ কোটি মার্কিন ডলারের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারে। রয়টার্স এ কথা জানিয়েছে।
মার্কিন কর্মকর্তাদের সূত্রে পাওয়া এ খবরে বলা হয়, আশা করা হচ্ছে পেন্টাগনের মজুদ থেকে অস্ত্রগুলো স্থানান্তর করা হবে। প্যাকেজের মধ্যে ‘বেশ কিছু স্ট্রাইকার সাঁজোয়া ফাইটিং ভেহিকল’, ডিমাইনিং ইকুইপমেন্ট, স্বল্প ও মাঝারি পরিসরের স্থল-ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাসামস (এনএএসএএমএস), প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং হিমার্স একাধিক লঞ্চ রকেট সিস্টেমের জন্য গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, যুক্তরাষ্ট্র টিওডব্লিউ এবং জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সিস্টেম হস্তান্তর করবে।
রয়টার্স বলেছে, মার্কিন কর্তৃপক্ষ এই প্যাকেজের পরিবর্তন করতে পারে। এতে ক্লাস্টার যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত হবে না।
২০ জুলাই সিএনএন রিপোর্ট করেছে, ওয়াশিংটন এই সপ্তাহে কিয়েভের জন্য একটি নতুন ৪০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারে।
সূত্র :বাসস