ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি ভাসমান পেয়ারা হাট ও পেয়ারা বাগানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
চাষিদের সার্বিক নিরাপত্তা, ভাসমান পেয়ারা বাজার ও বাগানে আসা পর্যটকদের নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ টহলে দিয়েছেন। প্রতিদিন শতশত পর্যটক আসছে পেয়ারা বাগান ও ভাসমান বাজার দেখতে।
সদর কিত্তীপাশা, শতাদশকাঠি ও ভিমরুলিসহ ২০টি গ্রাম জুড়ে রয়েছে দেশের তথা এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা, মিলন চাকমা ও মং এছেন এর নেতৃত্বে থানার ৩২ জন পুলিশ সদস্য রয়েছে আদালত পরিচালনায়। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার, চাষিদের ও বাগানে আসা পর্যটকদের নিরাপত্তা, প্রদান ও শৃঙ্খলা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের নির্দেশনায় এ অভিযানে উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজানো, পর্যটকদের উদ্দেশ্যে বখাটেদের উশৃঙ্খল ও আপত্তিকর আচরণ এবং যেকোন পরিবেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সকাল থেকে শুরু হওয়া অভিযান সন্ধ্যা পর্যন্ত চলবে এবং প্রয়োজনে অভিযান অব্যাহত থাকবে।
সূত্র :বাসস