পিঠের নিয়মিত অস্ত্রোপচারের কারনে ম্যানচেস্টার সিটির আগামী দুই ম্যাচে ডাগ আউটে থাকতে পারছেন না কোচ পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
গত আসরের ট্রেবল জয়ী সিটি ম্যানেজার মাঝে মাঝে পিঠের প্রচন্ড ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন। এ কারনে সিটি বসকে প্রায়ই বার্সেলোনায় উড়ে যেতে হয় যেখানে নিয়মিত বিরতিতে তাকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হয়।
এবারও তিনি অস্ত্রোপচারের জন্য বার্সেলোনায় গেছেন এবং সুস্থ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন। অস্ত্রোপচারের কারনে রোববার শেফিল্ড ইউনাইটেড ও ২ সেপ্টেম্বর ফুলহ্যামের বিরুদ্ধে ম্যাচে গার্দিওলাকে পাওয়া যাবেনা। সহকারী ম্যানেজার জুয়ানমা লিলো গার্দিওলার অনুপস্থিতিতে অস্থায়ী দায়িত্ব পালন করবেন। সিটি আশা করছে ৫২ বছর বয়সী গার্দিওলা আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ১৬ সেপ্টেম্বর টাচলাইনে ফিরে আসবেন।
এক বিবৃতিতে সিটির পক্ষ থেকে গার্দিওলার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানানো হয়েছে।
সূত্র :বাসস