• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনজীর আহমেদের ক্যাশিয়ার জসীম গ্রেফতার এটা কোন ধরনের প্রতিবেশীসুলভ আচরণ, ভারতের আচরণ প্রসঙ্গে মির্জা ফখরুল ভারতকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে: খেলাফত মজলিস বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সীমান্তে যে কোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি ভারতকেই শান্তিরক্ষা বাহিনীর সহায়তা নেওয়ার কথা বললেন উপদেষ্টা আসিফ চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, জামিন শুনানি পেছালো দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা : টিআইবি সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করবো বাতিল হলো বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন

নগরীর ভাঙা রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হবে : চসিক মেয়র

24live@21
আপডেটঃ : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

প্রবল বর্ষণ ও পানির তোড়ে ক্ষতিগ্রস্ত খাল-নালা ও রাস্তাঘাট পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, যত দ্রুত সম্ভব নগরীর ভাঙা সমস্ত রাস্তাঘাট যথাযথভাবে সংস্কার ও মেরামত করে হবে। সকল ওয়ার্ডের কাউন্সিলরসহ সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে দ্রুত জরিপ সম্পন্ন করে কাজ শুরু করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। সে মোতাবেক অধিক জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং অচিরেই অন্য সকল রাস্তা ও গলিপথেরও কাজ শুরু করে দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, আমরা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছি। তাই প্রাকৃতিক বৈরীতা আমাদের পিছু ছাড়ছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিনদিন বেড়ে চলেছে। আবার কর্ণফুলি নদীর তলদেশ ভরাট হয়ে নাব্যতা হারাচ্ছে প্রতিনিয়ত। অতিরিক্ত পলিথিনের কারণে ড্রেজিং কাজ দুরূহ হয়ে পড়েছে। এজন্য আমাদের অসচেতনতাই অনেকটা দায়ী।
আমাদেরকে প্রিয় নগর ও এর পরিবেশ সংরক্ষণে আরো অনেক বেশি নাগরিক সচেতনতার পরিচয় দিতে হবে। দুর্ভোগ কেটে গেলে আমরা তা খুব সহজেই ভুলে বসে থাকি। আমরা আমাদের বর্জ্যসমূহ সঠিক স্থানে না রেখে যত্রতত্র ফেলে দিয়ে কিংবা খাল নালায় নিক্ষেপ করে পানি প্রবাহ রুদ্ধ করে ফেলি। সিটি কর্পোরেশনের কর্মীরা বারবার নালা-নর্দমা পরিষ্কার করার পরও পুনরায় এসব নানা বর্জ্য পলিথিনে ভরাট হয়ে যায়। আবার বৃষ্টি হলে বিক্ষিপ্তভাবে ছুড়ে ফেলা ময়লা, আবর্জনা ও বর্জ্য খাল নালায় গিয়ে ব্রিজ, কালভার্ট এবং গ্যাস ও ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার দ্বারা স্থাপিত পাইপলাইনের সাথে আটকে গিয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে। তদুপরি, নানা সময়ে নির্বিচারে বৃক্ষনিধন করে নগরের পাহাড়গুলোকে ন্যাড়া করে দেয়া ও পাহাড়ের মাটি কাটার ফলে পাহাড় থেকে প্রচুর বালি ও মাটি বৃষ্টির পানির সাথে নালায় এসে পড়ে।

নির্মাণ কাজের অব্যবহৃত বালি যথাযথভাবে আটকে রাখার ব্যবস্থা না করার ফলে সেগুলোও নালায় নেমে যায়। এরমধ্যে আরো যুক্ত রয়েছে সিডিএ কর্তৃক বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের কাজের খাতিরে বিভিন্ন খালের নানা স্থানে দেয়া বাঁধ। তাই আমি নাগরিক সমাজকে আরো সচেতন হওয়ার জন্য এবং অন্যান্য সেবা সংস্থাকে যথাযথ সমন্বয় বজায় রাখার আহ্বান জানাই।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ছিলেন ৪নং চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. এসরারুল হক, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ