সিলেটে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে সিলেট নগরীর সন্নিকটস্থ এসএমপি’র শাহপরান থানাধীন বটেশ্বর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে মাদকের এ চালানসহ ঘটনার সাথে জড়িত এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীর নাম রায়হান উদ্দিন (৩৫)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কারিদা গ্রামের মৃত রইব আলীর ছেলে।
এসএমপি’র শাহপরান থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী রায়হানকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে মোট সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত রায়হানকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিলেটে ইয়াবা ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে ৩০ আগস্ট সিলেটে ধরা পড়েছে ইয়াবা ট্যাবলেটের সবচেয়ে বড় চালান। ওই দিন বিকাল সাড়ে ৩ টার দিকে সিলেট মহানগরের কোতোয়ালি থানাধীন আম্বরখানা এলাকার পেট্রোল পাম্পের সামনে থেকে তিন মাদক কারবারিকে কয়েক হাজার পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে তাদের সঙ্গে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে মহানগরের এয়ারপোর্ট থানাধীন পীর মহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসা থেকে আরও ইয়াবা, মাদক বিক্রির ৫০ হাজার টাকা ও রশিদ বই জব্দ করে। এ অভিযানে মোট ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
সূত্র :বাসস