স্মার্ট স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (এসইআইপি)-এর আওতায় আজ জেলা পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অর্থ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের এর ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (এসইআইপি)-এর নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ফাতেমা রহিম ভীনা, এসইআইপি-এর সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক (উপ-সচিব) আছমা আরা বেগম, এসইআইপি-এর সহকারী নির্বাহী প্রকল্প (উপ-সচিব) পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিক, খাগড়াছড়ির মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসলেমউদ্দীন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া-সহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র :বাসস