শাহরুখের ‘জওয়ান’ মুক্তির এক সপ্তাহ পূর্ণ হয়নি এখনো। এর আগেই বক্স অফিসে ব্যাপক ব্যবসা করেছে সিনেমাটি। গত ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’।
মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে উঠেছে ‘জওয়ান’ ঝড়। প্রথম দিনেই ভারতের বক্স অফিসে মোট ৭৫ কোটি রুপির ব্যবসা করে খাতা খুলেছিল ‘জওয়ান’। বিশ্বজুড়ে প্রথম দিনে সেই ব্যবসার অংক ছুঁয়েছিল প্রায় ১২৫ কোটি রুপি।
মুক্তির চতু্র্থ দিনে সেই ব্যবসার অংক ৫০০ কোটি রুপি ছাড়িয়েছিল। সপ্তাহের মাঝেও অব্যাহত সেই ধারা। সিনেমাটি মুক্তির ষষ্ঠ দিনে ৬০০ কোটি ছাড়িয়ে যায়।
৭ সেপ্টেম্বর মুক্তির পরে মঙ্গলবার ছিল ‘জওয়ান’ সিনেমার ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে ৬০০ কোটির বেশি রুপির ব্যবসা করে ফেলল শাহরুখের সিনেমা।
ষষ্ঠ দিনে ভারতে ২৬ কোটি টাকার বেশি উপার্জন করেছে ‘জওয়ান’। সপ্তাহের মাঝের এক দিনে এ অংকের রোজগার নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এর ফলে ভারতের বক্স অফিসে এরই মধ্যে ৩৫০ কোটি ছুঁইছুঁই অ্যাটলি পরিচালিত এ সিনেমা।
হিন্দি সিনেমার ইতিহাসে ‘জওয়ান’সিনেমাই প্রথম চলচ্চিত্র, যা মাত্র চার দিনের মাথায় পেরিয়েছে ৫০০ কোটির গণ্ডি। ভারতের বক্স অফিসে চলতি বছরের তৃতীয় হিন্দি সিনেমা ‘জওয়ান’, যা ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে।
এর আগে এ অংক ছুঁয়েছিল ‘পাঠান’ ও ‘গদর ২’। সব মিলিয়ে ‘জওয়ান’ সিনেমা বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীরা উপভোগ করছেন। বেশির ভাগ দর্শকই এর তুমুল প্রশংসা করছেন।
সূত্র :বাসস