ফেনীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন’র (বিএসটিআই) অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন করায় দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দুপুরে শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুষ্প পুদম চাকমা এবং মাহমুদা কুলসুম মনি। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র কুমিল্লা কার্যালয়ে দায়িত্বরত ফিল্ড অফিসার কাজী মো. শাহান।
বিএসটিআইয়ের কর্মকর্তা কাজী মো. শাহান জানান, উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই’র সিএম লাইসেন্স (সার্টিফিকেশন মার্কস) গ্রহণ না করে পণ্য উৎপাদন করছিল শহরতলীর বিসিক সড়কে রয়েল পিভিসি পাইপ এবং রামপুরে এ হোসেন ফুড কনজ্যুমার প্রোডাক্টস। এরমধ্যে রয়েল পিভিসি পাইপকে ৩৫ হাজার টাকা এবং হোসেন ফুড নামে অপর একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণ করার আগ পর্যন্ত পণ্য উৎপাদন স্থগিত ও কারখানা দু'টি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত।অভিযানে জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
সূত্র :বাসস