জেলায় আজ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা পর্যায়ের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১১টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা পর্যায়ে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাঙ্গামাটি জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারীর সভাপতিত্বে এ সমাবেশে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জেলার সকল উপজেলা দলনেতাদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক, পুরুষ সদস্যদেরকে বাইসাইকেল ও মহিলা সদস্যদের টি শার্ট প্রদান করা হয়।
সমাবেশে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় তিনশ’ জন সদস্য অংশ নেন।
সূত্র :বাসস