জেলার আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নানামুখী উন্নযন কর্মকান্ড প্রচার, দেশি-বিদেশী ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে নৌযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের (সুনামগঞ্জ-সিলেট) সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানমের নেতৃত্বে তাহিরপুর থেকে ধর্মপাশা পর্যন্ত নদীপথে ৪০ কিলোমিটার এ নৌযাত্রায় পাঁচশতাধিক নৌকা অংশগ্রহন করে।
পরে নৌযাত্রা শেষে ধর্মপাশা বঙ্গবন্ধু চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু সুশীল চন্দ্র সরকারের সভাপতিত্বে এ পথসভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট শামীমা আক্তার খানম এমপি।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক শফিক উদ্দিন, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জালাল আহমেদ, তাহিরপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খসরু ওয়াহিদ, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, ধর্মপাশা উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল হান্নান প্রমুখ।
সূত্র :বাসস