অগ্নিকা- ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জেলার ৫০টি পরিবারের মধ্যে আজ ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের মিলনায়াতনে ঢেউটিন বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল আলম রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান প্রমুখ।
সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভায় অগ্নিকা- ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়। চর পক্ষীমারী ইউনিয়নের বন্যা ক্ষতিগ্রস্ত বাসিন্দা হাবিবুল্লাহ বলেন, ‘এবারের বন্যায় আমার বসত বাড়ির সব কিছু তলিয়ে যায়।আমি সরকারিভাবে দুই বান্ডিল টিন পেলাম। বন্যার সময় আমাদের এমপি আতিউর রহমান আতিক সাহেব খাদ্য বস্ত্র দিয়ে সহায়তা করেছেন।’
সূত্র :বাসস