বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৪ টি থানা ও ৭৫ টি ওয়ার্ডের নেতাকর্মীরা সতর্ক অবস্থায় থাকবেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির মহানগরীর নেতাকর্মীদের এ নির্দেশনা দিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এতথ্য নিশ্চিত করেছেন।
রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবো। বিএনপি যে অবৈধ অবরোধ দিয়েছে, তাতে তারা কোনভাবে যেন গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য সকল থানা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় কাউন্সিলরদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করবেন বলেও জানান তিনি।
সূত্র :বাসস