জেলার বিশিষ্ট শ্রমিক নেতা ও যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক
ইউনিয়নের বার বার নির্বাচিত সভাপতি শ্রীভূষণ ঘোষ আজ শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে মারা গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী ছিলেন। সকালে তার অবস্থার আরো অবনতি হলে বাড়িতেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
এদিন বেলা সাড়ে ১১ টায় যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন অফিসে তার মরদেহ আনা হয়েছে এবং পরিবহন শ্রমিকরা তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বলে জানিয়েছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু।
সূত্র :বাসস