বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, কাকরাইল মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে ও সাংবাদিকদের ওপর হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে এই অবস্থান কর্মসূচি পালন করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা।
পরে দুপুরের দিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে জিপিও, গুলিস্থান ঘুরে আবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয়।
সূত্র :বাসস