জেলার লংগদু উপজেলায় ৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ২০টি সরকারি উন্নয়ন প্রকল্পের আজ উদ্বোধন করা হয়েছে।
সকাল ৯টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১০টি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাঁচটি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পাঁচটি সরকারি বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল বারেক সরকার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবলু দাশ বাবু, জেলা পরিষদ সদস্য আসমা আক্তার, আব্দুর রহিম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ঝান্টু প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একের পর এক জনকল্যাণমুখী প্রকল্পের উদ্বোধন করছেন আর বিএনপি-জামায়াত সারাদেশে আন্দোলনের নামে অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করছে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
২০ টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২৬ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
সূত্র :বাসস