অস্ট্রেলিয়ার মালবাহী বাণিজ্যের ৪০ শতাংশ পরিচালনাকারি প্রধান বন্দরগুলোতে আবার কাজ শুরু হয়েছে। শীর্ষস্থানীয় অপারেটর ডিপি ওয়ার্ল্ড সোমবার এ কথা জানায়।
ডিপি ওয়ার্ল্ড শুক্রবার হামলা শনাক্ত করলে ইন্টারনেট থেকে তার সিস্টেমগুলো কেটে দেয়। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন ও ফ্রেম্যান্টলে বন্দরে ট্রাকগুলোকে পণ্য আনলোড করতে বাধা দেয়।
অপারেটরটি এক বিবৃতিতে বলেছে, ‘ডিপি ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া ঘোষণা করতে পেরে আনন্দিত যে অস্ট্রেলিয়া জুড়ে কোম্পানির বন্দরে কার্যক্রম আবার শুরু হয়েছে।’
প্রতিষ্টানটি বলেছে, এটি পুনরায় খোলার আগে রাতারাতি মূল সিস্টেমগুলো সফলভাবে পরীক্ষা করেছে।
তদন্ত ও সিস্টেমগুলোকে রক্ষা করার প্রচেষ্টা এখনও আগামী দিনে বন্দর পরিষেবাগুলোতে ‘কিছু প্রয়োজনীয়, অস্থায়ী বাধা’ সৃষ্টি করতে পারে।
ডিপি ওয়ার্ল্ড বলেছে,তাদের তদন্ত ও প্রতিকারের কাজে কিছু সময় লাগতে পারে।
সূত্র :বাসস