জেলার রুমা উপজেলায় আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের উদ্যোগে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ২১৫টি পরিবারের মধ্যে পাঁচহাজার টাকা করে বহুমুখী নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নগদ টাকা বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা।
রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের কার্যনির্বাহী সদস্য গাব্রিয়েল ত্রিপুরার সভাপতিত্বে ও রুমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংপুই বম-এর পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, কক্সবাজার পোস্টাল সাব-ডিভিশনের পোস্ট অফিস পরিদর্শক এস, এম, সোলাইমান, বান্দরবান পোস্টাল বিভাগের পোস্টাল অপারেটর মোহাম্মদ আবুল হোসেন।
পরে বন্যায় ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থের তালিকাভুক্ত ২১৫জন দুস্থ ব্যক্তিকে জনপ্রতি নগদ পাঁচহাজার টাকা করে বিতরণ করা হয়।
সূত্র :বাসস