ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সাম্প্রতিক বৈঠক সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন। খবর এএফপি’র।
জেলেনস্কি কিয়েভে সাংবাদিকদের বলেন, তাদের মধ্যে ‘বৈঠক আমাদের জন্য ভাল তা আমরা বুঝতে পেরেছি।’ বাইডেন ও শি ক্যালিফোর্নিয়ায় এ বৈঠক করেন। সেখানে তারা সামরিক যোগাযোগ পুনরায় চালু করার ব্যাপারে সম্মত হন।
চীন ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা করতে অস্বীকৃতি জানিয়েছে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোর সাথে তাদের অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক সহযোগিতা আরো জোরদার করেছে।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের পক্ষে পশ্চিমাদের সমর্থনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে এবং দেশটিকে আর্থিক ও সামরিক সহায়তার অনেক প্যাকেজ প্রদান করেছে।
এরআগে বৃহস্পতিবার জেলেনস্কি ঘনিষ্ঠ সহযোগী মিখাইলো পোডোলিয়াক শি-বাইডেনের বৈঠকের ব্যাপারে ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছিলেন।
উল্লেখ্য, মার্কিন নেতা বাইডেন শি’কে ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যায়িত করায় বৈঠকটির ওপর কালো ছায়া পড়েছিল।
পোডোলিয়াক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় বলেন, এ দুই নেতার মধ্যে বৈঠক ‘বিশ্বের জন্য ইতিবাচক’।
সূত্র :বাসস