জেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর
এলাকায় গত রাত সাড়ে ১০টায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বিদ্যুতের খুঁটিকে সজোরে ধাক্কা দিলে মহাসড়কে ১০ টি বিদ্যুতের খুঁটি পড়ে যায়। এ সময় ট্রাক ও বাস চালক হেলপারসহ ৫জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
এতে অন্তত ৫ টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছান।
ট্রাফিক পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) শরফুদ্দিন জানান, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে। ১০ টি খুঁটি সড়কে পড়েছে। এসময় সেখানে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুত বিভাগের লোক জন আজ সকালে এসে কাজ শরু করেছে।বিকল্প ব্যবস্তায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখা রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সূত্র :বাসস